রাঙামাটি শহরের কাঠালতলি এলাকায় দুর্গা মাতৃমন্দির পরিচালনা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুকুমার বসু (৬০)কে লাঞ্চিত করেছে একদল দুর্বৃত্ত। মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে মন্দির প্রাঙ্গনে মনসা পূজার প্রস্তুতি নিয়ে সভা চলাকালিন সময়ে জনৈক শংকর চক্রবর্তীর নেতৃত্বে সুমন দাশ,বাপ্পী দাশ,অজিত দাশ এবং সুমন নামের চার যুবক তার উপর হামলা চালায় এবং লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন সুকুমার বসু।
সুকুমার বসু পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, সভা চলাকালিন সময়ে কোন প্রকার উস্তানি ছাড়াই তারা এসে আমার সাথে খারাপ ব্যবহার করে,গালাগালি করে এবং ধাক্কা দেয়। এই বিষয়ে মন্দিরের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নিবেন বলেও জানিয়েছেন তিনি।
সভায় উপস্থিত থাকা দুর্গা মার্তৃমন্দির পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য দীপেন ঘোষও জানিয়েছেন,ওরা পাঁচজন বিনা উস্তানিতে সভায় এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং আহ্বায়ককে ধাক্কা দেয়।
এই বিষয়ে অভিযুক্ত শংকর চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেন, এই ধরণের কোন ঘটনাই ঘটেনি। এসব মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। তিনি এরকম কোন ঘটনার সাথে জড়িতও নন।
1 Comment
এই সব কি প্রকৃত ধার্মীকের লক্ষন?