সমন্বয়হীনতায় পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য্য ফুটে উঠছেনা। পৌর শহরের সৌন্দর্যহানির জন্য সমন্বয় প্রয়োজন। পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে সৌন্দর্য্য বর্ধন এবং গোছালো ব্যবস্থাপনা প্রণয়ন করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় নাগরিকের দায়িত্বও কম নয়। সোমবার সাড়ে এগানোটায় বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা এবং সুন্দর পর্যটন নগরী করার লক্ষে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, আওয়ামীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, পূর্বাণী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত দাস ঝুন্টু, রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এদিকে পরিচ্ছন্ন গোছালো পর্যটন নগরী গড়তে অনুষ্ঠান পরিচালনায় ‘পৌর মেয়রের দায়িত্ব নেন পার্বত্য মন্ত্রী। প্রায় তিনঘন্টা ব্যাপী চলমান মুক্ত মতবিনিময় সভায় মেয়রের ভূমিকায় অবতীর্ণ হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মন্ত্রী হয়েও পৌর শহরের উন্নয়নে অনুষ্ঠান পরিচালনায় মেয়রের দায়িত্ব পালন করলাম। ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের সঙ্গে মেয়র কাউন্সিলর জনপ্রতিনিধিদের সম্পর্ক বাড়াতে হবে। নাগরিকদের সঙ্গে জনপ্রতিনিধিরা দূরত্ব কমিয়ে সম্পর্ক তৈরি করতে পারলে পরিষ্কার-পরিচ্ছন্ন গোছানো পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব হবে। পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা রয়েছে। পৌর অঞ্চলের রাস্তাঘাট দখল হচ্ছে। কোনো মার্কেটে টয়লেট ব্যবস্থা এবং পার্কিং নেই। কিন্তু অনুমোদিত ডিজাইন প্ল্যানে সব ব্যবস্থা রাখা হয়েছে।
ব্যবসায়ী আবু মুছা ও শ্রমিকনেতারা অভিযোগ করে বলেন, রাস্তাঘাট এবং পৌর বাস টার্মিনাল দখল হয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা গুলো সঠিকভাবে করা হয়নি।
পৌর কাউন্সিলর হাবিবুর রহমান ও সৌরভ দাশ শেখর অভিযোগ করে বলেন, কাউন্সিলরদের সঙ্গে পৌরসভার প্রধান প্রকৌশলীর কোনো সমন্বয় নেই। কাউন্সিলরদের কোনো দায়িত্ব না দিয়ে পৌরসভার মাস্টারোল কর্মচারিদের বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব দিয়ে রেখেছেন মেয়র। কাউন্সিলরদেন কোনো পরামর্শ এবং নির্দেশনা বাস্তবায়িত হয়না। নি¤œমানের সামগ্রী দিয়ে পৌরসভার ড্রেনেজ নির্মানসহ উন্নয়ন কর্মকাÐগুলো করা হচ্ছে।