রাঙামাটি শহরের তবলছড়ির বিএডিসি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর।
সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে শহরের তবলছড়ি ওয়াপদা কলোনী সংলগ্ন বিএডিসি এলাকায় এই ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা সেখানে পৌঁছে আগুন নেভাতে নেভাতে অন্তত: অর্ধশতাধিক বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। পরে প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেলেও কোন সূত্রই আগুন লাগার সুস্পষ্ট কারণ জানাতে পারেনি।
আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটি জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন,সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
9 Comments
kon jaigai
ওয়াপদা কলোনি, তবলছড়ি
Hokkene
আগুন লাগছে রাত সাড়ে দশটার দিকে।
কাকলী সিনেমা হলের সামনে থেকে তোলা রাত দশটা ৪৩ মিনিটে
আগুন বিদ্যুৎ থেকে না, আগুন লাগছে যে ওখানে নাকি মাইভাণ্ডারের একটি আসন আছে সেখানে মমবাতি, আর আগর বাতি জ্বালিয়ে বাহিরে গেছে এক ভক্ত।
সেখান থেকে ধরছে।
(#প্রাথমিক_ধারনা)
৮০জন ২২পরিবারে প্রাথমিক জরিপে আরো চরানো চিটানো পরিবার আছে, সকালে জানা যাবে।
হয়তো বা এটাই ঠিক গত কাল ওখানে মাইজভান্ডারীর অনুষ্ঠান ছিলো। ওখানে অনেক মাইজভান্ডারীর লোক দেখেছি।
Agun lagar kotha sunle kub voi lage.9november amader gor pure koilai rupantorito hychilo pasovorti bachelor er ranna gor theke.Allah sobai ke bipod theke hefajot koruk.
rat 10.40 min ki moddo rat??moddo rat o cinen na?? moddo rat to 2.30-4.00 porjonto kei bole