
রাতে রাঙামাটি স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রকাশ্যে মদ পান করার সময় চারজনকে আটক করে তিনদিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার রাত নয়টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় রাঙামাটি শহরের ফরেস্ট কলোনী,রাঙামাটি পার্ক,উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা এবং স্টেডিয়াম এলাকায় খোঁজ চালায় আদালত। অভিযান চলাকালে রাঙামাটি স্টেডিয়ামের গ্যালারিতে বসে মধ্যপান করায় চারজনকে আটক করে তাৎক্ষনিক জেল হাজতে পাঠানো হয়।
এরা হলেন-মোঃ কামাল (২৯), মোঃ নাহিদ (২২),মোঃ রজমান আলী (২০) এবং নিউজিন খীসা (৩০)। আটককৃতদের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (ঘ) ধারায় উন্মুক্ত স্থানে প্রকাশ্যে মদ্যপান করায় তিনদিনের জেল দেয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ আরো জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাঙামাটি শহরকে পরিচ্ছন্ন করতে এবং মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।
Good