ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর ডাক দিয়েছে সংগঠনটির ছায়া সংগঠন হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।
সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ২নং নানিয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা ও সদস্য সচিব (সাবেক ইউপি সদস্য) সেন্টু চাকমা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর প্রতিবাদে ও নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাঙামাটি জেলায়অর্ধদিবসসড়ক ও নৌপথ অবরোধকর্মসূচি ঘোষণা দিয়েছে ।
বিবৃতিতে তাঁরা আভিযোগ করে বলেন, নব্য মুখোশবাহিনীর সন্ত্রাসীরা এক মাস ধরে সারা উপজেলাব্যাপী বেপরোয়া খুন-সন্ত্রাস-চাঁদাবাজী চালিয়ে আসলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা বরং উল্টো আশ্রয়-প্রশ্রয় দিয়ে জামাই আদরে রেখেছে।
বিবৃতিতে তারা অবিলম্বে ‘নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত, রাঙামাটির বন্দুকভাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অনল বিকাশ চাকমা (৪৭),সে বন্দুকভাঙ্গা এলাকায় ইউপিডিএফ এর সংগঠক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য সদ্য গঠিত ইউপিডিএফ(গনতান্ত্রিক)কে দায়ি করেছে। তবে ইউপিডিএফ (গনতান্ত্রিক) কেউই এই বিষয়ে কথা বলার জন্য ফোন ধরেননি।
মাত্র একমাস আগেই ইউপিডিএফ থেকে বের হয়ে যাওয়া কিংবা বের করে দেয়া কিছু সদস্য ও সাবেক নেতা মিলে ইউপিডিএফ( গনতান্ত্রিক) নামের এই চতুর্থ আঞ্চলিক পাহাড়ী দলটির প্রতিষ্ঠা করে। ইউপিডিএফ নতুন এই সংগঠনকে ‘নব্য মুখোশ বাহিনী’ নাম দিয়ে তাদের প্রতিরোধে ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’ গঠন করেছে। তারাই এই অবরোধের ডাক দিলো,এর আগে এই বাহিনীর বিরুদ্ধে এ্যাকশন নেয়ার দাবিতে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করে তারা।
2 Comments
মঙ্গলবার তো বহুত আছে , তারিখ টা উল্লেখ থাকলে জনস্বার্থে ভালো হতো!
কোন মঙ্গলবার?