সৈকত বাবু ॥
রাঙামাটিতে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি, ভ্রুন হত্যার বিচার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দাবি করেছেন রাঙামাটি শহরের ঝুল্লিক্যা পাহাড়ের এক পরিবার। শুক্রবার সকালে শহরের স্থানীয় এক রেস্তোরাঁয় ভুক্তভোগী পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নয়ন বড়ুয়া। এসময় রিপা বড়ুয়া, রুনু বড়ুয়া, চুমকি বড়ুয়া, সুনীল বড়ুয়া, আবু বড়ুয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মলনে নিজেদের ‘সংখ্যালঘু’ দাবি করে নির্যাতিত পরিবারের সদস্যরা বলেন, নিজেদের পৈতৃক ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করে এলাকা ছাড়ার করার জন্য গত ২৫ এপ্রিল হঠাৎ হত্যার উদ্দেশে হামলা চালায় এলাকার মো. রুবেল, মো. হাশেম ও অসীম বড়ুয়ার দলবল। এ হামলায় গুরুতর আহত হন এ সংখ্যালঘু পরিবারের সদস্যরা। একইসাথে গর্ভবতী রিপা বড়ুয়ার ভ্রুন নষ্ট হয়ে যায়। আহতরা দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসামিদের বিরুদ্ধে মামলা করার কারণে মো. রুবেলের মামা মাছ ব্যবসায়ী মো. কবির সওদাগরসহ প্রভাশালীরা বারবার মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছেন। পাশাপাশি মামলা তুলে না নিলে নারী নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন এই পরিবারটি।
সংবাদ সম্মেলনে আবু বড়ুয়া অভিযোগ করে বলেন, মাছ ব্যবসায়ী কবির সওদাগর এলাকার প্রভাবশালী লোক। তিনি নানাভাবে মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছেন অন্যথায় সন্ত্রাসীদের দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচার ও নিরাপত্তার দাবি জানান।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী কবির সওদাগর বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেয়ার প্রশ্নই আসে না। ‘সংখ্যালঘু’ হওয়ার সুবিধা নিয়ে তারা আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে। রুবেল আমার ভাগিনা সে জেলে আছে কিন্তু আমি একবারের জন্যও দেখতে যাই নাই। মামলা প্রত্যাহের চাপ দেয়ার কথা মিথ্যা। মামলার মতো মামলা চলবে। যে অপরাধ করবে সে শাস্তি পাবে।
উক্ত হামলার ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলায় মো. রুবেল নামে এক আসামি কারাগারে আছেন। অন্য আসামিরা পলাতক আছেন বলে কোতয়ালী থানা সূত্রে জানা গেছে।