রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, জেলা প্রশাসনের নির্দেশে ২০১৯ সাল থেকে বাজার ফান্ড এর জায়গার রেজিষ্ট্রেশন এবং বন্ধক প্রক্রিয়া বন্ধ থাকায় সুবিধাভোগীরা সরকারি ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারছে না। এতে জনগণ অর্থনৈতিকভাবে চরম ভোগান্তিতে পড়েছে। তিনি জনগণের ভোগান্তি লাঘব এবং জনস্বার্থ বিবেচনায় ২০১৯ সালের আগে যে নিয়ম এবং পদ্ধতিতে বাজারফান্ড এলাকার ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম চলতো সে নিয়ম অনুসরণ করে ভূমি রেজিষ্ট্রেশন এবং বন্ধকী কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি জেলা প্রশাসকের প্রতিনিধিকে অনুরোধ জানান।
তিনি বলেন, সরকার একটি অভিন্ন নীতিমালার অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করে থাকে। সামগ্রিক বিচারে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এ এলাকার জন্য নীতিমালাটি শিথিল করা প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষকদের অন্যত্র বদলীর ছাড়পত্র প্রদান না করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জুড়াছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙামাটি পৌরসভা কাউন্সিলর জুবাইতুন নাহার, সিভিল সার্জন প্রতিনিধি ডা. বিনোদ শেখর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক সুন্দ্রসেন চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শফিকুল ইসলাম, কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শফি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক প্রতিনিধি শান্তি বিজয় চাকমা, সহকারী লাইব্রেরিয়ান গণগ্রন্থাগার সুনিলময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম প্রমুখ। সভায় উপস্থিত বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।