নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
খাগড়াছড়ির গুগাছড়িতে ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধা মহাথেরকে কুপিয়ে হত্যা এবং চট্টগ্রামের জুন্ম জাদিগান বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্ঞানজোতি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং মৌন মিছিল করেছে বৌদ্ধ ভিক্ষুরা। রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে খাগড়াছড়ির গুগাছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা এবং চট্টগ্রামের জ্ঞানজোতি ভিক্ষুর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে ১০টি ভিক্ষু সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ভিক্ষু সংঘের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং বৌদ্ধ ভিক্ষুরা অংশে নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির সভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক ভদন্ত তেজপ্রিয়, লামা ভিক্ষু কল্যাণ পরিষদ নেতা ভদন্ত নন্দমালা মহাথেরো, রুমা ভিক্ষু পরিষদ নেতা ভদন্ত নাইন্দিয়া মহাথেরো, দি ওয়াল্ড বৌদ্ধ সাসনা সেবক সংঘ নেতা ভদন্ত গুণবন্দনা মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পঞঞা দীপা কোদন, মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি অংচিংউ মারমা প্রমুখ।
পার্বত্য ভিক্ষু কল্যাণ সমিতির সভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথেরো বলেন, দেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা মানবিক উন্নয়ন চাই, মানুষের নিরাপত্তার নিশ্চয়তা চাই। একজন বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকান্ড। ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ ধর্মীয় গুরুদের ওপর পরিকল্পিতভাবে হামলার কারণে বৌদ্ধ জাতিকে শঙ্কিত ও অরক্ষিত করে তুলেছে।
এদিকে মানববন্ধনের আগে বৌদ্ধ বিহারগুলো থেকে ব্যানার নিয়ে খন্ডখন্ড মৌন মিছিল সহকারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জড়ো হয় কর্মসূচিতে। পরে মানববন্ধন শেষে বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন।