নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী এখন পর্যন্ত দুইজনই। যদি সম্মেলনের দিন নতুন কারো নাম প্রস্তাব না আসে তবে সভাপতি পদে বর্তমান সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সহসভাপতি নিখিল কুমারই চাকমাই লড়বেন। এই পদের প্রার্থী দীপংকর তালুকদার জন্মগ্রহণ করেছেন ১৯৫২ সালের ২২ ডিসেম্বর। আর তার প্রতিদ্বন্দ্বি নিখিল কুমার চাকমা জন্মেছেন ১৯৬৩ সালের ১০ জানুয়ারি। সেই হিসেবে দীপংকরের বয়স আনুমানিক ৭০ আর নিখিলের ৫৯ বছর ! দুজনের বয়সের পার্থক্য ১১ বছরের !
অন্যদিকে সাধারন সম্পাদক পদের প্রাথী হাজী মুসা মাতব্বর জন্মেছেন ১৯৬৯ সালের ৩ মে। আর প্রতিদ্বন্দ্বি মোঃ কামাল উদ্দীন জন্মগ্রহণ করেছেন ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর। সেই হিসেবে মুসার বয়স আনুমানিক ৫৩ বছর আর কামালের বয়স ৭১ বছর।
সরকারি নথিতে পাওয়া জন্মতারিখ হিসেবে তাই চারপ্রার্থীর মধ্যে সবচে সিনিয়র কামালউদ্দিনের বয়স ৭১ বছর আর সবচে কম বয়সী মুছার বয়স ৫৩ বছর !
শিক্ষাগত যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দীপংকর তালুকদারের প্রতিদ্বন্দ্বি নিখিল কুমার চাকমার শিক্ষাগত যোগ্যতা শুধুই উচ্চ মাধ্যমিক।
তবে এই চারনেতার মধ্যে দীপংকর,মুছা দুজনই ছাত্রলীগ হয়ে রাজনীতিতে এসেছেন। ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত হওয়া দীপংকর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন,ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। অন্যদিকে নিখিল কুমার চাকমা কখনোই ছাত্রলীগের রাজনীতি করেননি,নব্বইয়ের দশকের শেষার্ধে আওয়ামীলীগে যোগ দেন তিনি।
আর কামাল উদ্দিন ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নব্বইয়ের দশকের শেষার্ধে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে যোগ দেন। হয়েছেন জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকও। অন্যদিকে মুছা মাতব্বর স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন আজকের অবস্থানে। দলের বিভিন্ন পদপদবীর পাশাপাশি ছিলেন উপজেলা চেয়ারম্যানও।