বান্দরবানে বোমাং রাজার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাঙ্গালী সংগঠনগুলো। বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে পার্বত্য নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন’সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনরা অংশ নয়। এসময় বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি আতিকুর রহমান, বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, কলেজ ছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমুখ।
কর্মসূচীতে নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসক সনদ, চেয়ারম্যান সনদপত্র থাকার পর রাজার সনদপত্রের কোনো প্রয়োজন হয়না। পার্বত্যাঞ্চলে রাজার সনদের নামে বাঙ্গালীদের হয়রানী করা হচ্ছে। সমতলের মতো পাহাড়েরও স্থায়ী বাসিন্দার সনদ প্রদানে একই নিয়ম চালু করার দাবি জানান তারা।