খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ উদযাপন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় প্রস্তুতি কমিটির সভায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভুইঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, পরিষদ সদস্য এমএ জব্বার এতে অংশ নেন। এছাড়াও সভায় পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, মেমং মারমা, পার্থ ত্রিপুরা জুয়েল, নিলোৎপল খীসা, শতরূপা চাকমা, শাহিনা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় আগামী বর্ষবরণ ও বৈসাবি উৎসব যাতে সুন্দর ও আনন্দঘন পরিবেশে সবাই উদযাপন করতে পারে, তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামী ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাহাড়ের প্রাণের উৎসব বর্ষবরণ ও পাহাড়িদের বৈসাবি উৎসব।