আমাদের মৌলিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নিজেদের মধ্যে সম্প্রীতির উন্নয়ন ঘটাতে হবে। লংগদুবাসী দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ছিলেন। লংগদুর প্রেক্ষাপটে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই ঘটনা কারো কাম্য নয়, তবে এমন ঘটনা অনেক সময় হয়। অনেক সময় এটা ঠেকানো যায় না। কারণ বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি। ঐ রাজনীতির চেইনের কারণে এগুলো ঠেকানো যায় না। রাঙামাটির লংগদুতে জুনিয়র টাইগার্স (২ ইস্ট বেঙ্গল)এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০৩ পদাতিক ব্রিগেডের খাগড়াছড়ি রিজিওয়ানাল কমান্ডার আব্দুল মোতালেব সাজ্জাদ মাহামুদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, এমন ঘটনা ঘটার পর আবারো আমাদের মূলশক্তি সম্প্রীতির উন্নয়ন ঘটাতে হবে। সম্প্রীতির বন্ধন অটুট থাকলে সকলেই সকলের কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারবেন। আমি যতটুকু জানি বর্তমানে ধীরেধীরে লংগদুর অবস্থার উন্নয়ন ঘটছে। আশা করছি সম্প্রীতির বন্ধনের এ ধারা অব্যাহত থাকবে।
লংগদু জোনের কমান্ডার লেঃ কর্নেল আব্দুল আলীম চৌধুরী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম, জেলা পরিষদ সদস্য জানে আলম, বড়াদম বৌদ্ধ বিহারের ভিক্ষু কল্যাণ জ্যোতি ভান্তে, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাক্মা প্রমূখ ।
মতবিনিময় সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় জুনিয়র টাইগার্স (২ ইস্ট বেঙ্গল)এর বর্ণাঢ্য ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন জোন অধিনায়ক আব্দুল আলীম চৌধুরী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এ ইউনিট সর্বপ্রথম বিপ্লবের মাধ্যমে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধে এ ইউনিটের একজন অফিসার তিনজন জেসিও এবং ৫৬জন জোয়ান শহীদ হয়েছেন। স্বাধীনতাযুদ্ধে ব্যাটালিয়নের চারজন সদস্য বীর উত্তম ১০জন বীর বীক্রম এবং ২৩ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হয় যা এক গৌরবময় অসাধারণ কৃতিত্ব।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী এ ব্যাটালিয়ন থেকে দুজন রাষ্ট্রপতি ও ৫জন সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এবং ৯ জন কর্মকর্তা মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। জুনিয়র টাইগার্স ২০০৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্টে দায়িত্ব পালন করেছে। ২০১৫ সালে সৈয়দপুর সেনানিবাস হতে লংগদু জোনে স্থায়ীভাবে বদলি হয়ে অদ্যাবধি সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিজিবি গুলশাখালী জোন, ২ আনসার ব্যটালিয়নসহ স্থানীয় সিভিল প্রশাসন , জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও হেডম্যান-কার্বারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
6 Comments
এদের চেহারা চুরের মতো
আর তোদের শুয়রের মত,,ভুল বল্লাম তোরাতো শুয়রি।।।।।
Emon Uddin, তোর মা আর বোনরে পুন মারি। খানকিরপুত।
তাদের জন্য আজ আদিবাসীরা ঘড় বাড়ি ছারা
Vantebo siyot he goerloidi ah,vante ham he siyani nahe?
“বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতির কারণে বিচ্ছিন্ন ঘটনা ঘটে”” No it is not, This type of situation occurred due to the migration of plane people in the hilly area and it was the wrong policy of the government. The beautiful face of the CHTs are totally destroyed by this people. Every expert, scientist and professional believes this but they are helpless because directly interference of Armed Force in every issue.