সুহৃদ সুপান্থ
গত দুই দশকে অনুষ্ঠিত সব কাউন্সিলের কোনটিতেই ছিলোনা প্রাণ,প্রতিদ্বন্দ্বিতা কিংবা ন্যুনতম লড়াইয়ের ছিঁটেফোটাও। সাধারন সম্পাদক পদে কখনো সখনো কিছুটা লড়াই হলেও, সভাপতি পদে লড়াই ছিলো দূরতম চিন্তা! কিন্তু দুই দশক পর সেই সভাপতি পদেই নির্বাচন করতে চান ‘হঠাৎ দমকা হাওয়া’র মতো এমন এক ঘোষণায় যেনো পুরো আওয়ামীলীগকেই ‘চমকে দিয়েছেন’ জেলা আওয়ামীলীগের পাঁচ নম্বর সহসভাপতি নিখিল ! শুধু সহসভাপতিই নয়,তিনি সেই পরিচয়েই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দুই বছর মেয়াদের চেয়ারম্যান,ছিলেন পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানও ! নেতাকর্মীদের কাছে স্বনামেই বেশ সুপরিচিতও বটে। কিন্তু পাহাড়ের অঘোষিত রাজা ‘দাদা’ দীপংকরের বিরুদ্ধে ঘোষণা দিয়ে তিনিই মাঠে নামবেন ‘চ্যালেঞ্জ’ দিয়ে,এটা যেনো অবিশ্বাস্য ঠেকছে অনেক নেতাকর্মীর কাছেই ! কিন্তু রূঢ় কঠিন বাস্তবতা হলো ‘জেনে বুঝে ভেবে চিন্তেই’ অসম ও কঠিন এক লড়াইয়ে জীবনবাজি রেখেই যেনো নেমেছেন নিখিল ! কিন্তু কেনো ? এই প্রশ্নের জবাবে মিলছে না নানা ধরণের বিশ্লেষনেও।
গত দুই দশকের চারটা নির্বাচনের মধ্যে ২০০১ ও ২০১৪ সালের নিবার্চনে পরাজিত দীপংকর জিতেছেন ২০০৮ ও ২০১৮ সালে ! জয় পরাজয়ের পরিসংখ্যান ৫০-৫০ ! ফলে এবারের ২০২৩ সালের নির্বাচনে জয় বা পরাজয়ই তার পরিসংখ্যানকে সমৃদ্ধ করবে কিংবা কমিয়ে দিবে। আর সেই নির্বাচনের আগেই যেনে নিজেকে অন্য এক উচ্চতায় নিতে চাইছেন নিখিল ! ফলে সব ভুলে এককালের ‘রাজনৈতিক বস’ দীপংকরকেরই ‘টার্গেট’ করেছেন স্থানীয় রাজনীতির কূশলী এই খেলোয়াড় !
চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক,সর্বত্রই এখন সবচে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ‘দাদার বিরুদ্ধে নতুন দাদা’র লড়াইয়ের ঘোষণা ! ঘোষণাতেই যে তোলপাড়,লড়াই সেখানে কতটা ভয়াবহ হতে পারে,তারই আবেশ যেনো মিলছিলো নেতাকর্মীদের সাথে কথা বলে ! সর্বত্রই আলোচনাই চলছে এখন,সিদ্ধান্ত এখনো বহুদূর !
অথচ কি আশ্চর্য, তোলপাড় তোলা এই খবরে ভেতরে বাহিরে সর্বত্রই ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও কী অবাক দ্বিধায় কিংবা সংকোচে এখনো প্রকাশ্য নয় নেতাকর্মীদের বড় অংশটিই ! কোন দাদার পক্ষে অবস্থান নিবে,যেনো এখনো সেটা নিয়ে দ্বিধায় তারা ! সময়ক্ষেপন করে বুঝে নিতে চাইছে পরিস্থিতি ! অতিআগ্রহী খুব সামান্য অংশই তৎপর অনলাইনে-অফলাইনে ! বাকিরা,মানে বড় অংশই একদম চুপচাপ,হিম হয়ে বসে আছেন ! যে ভয়াবহ ঝড়ের পূর্বের গুমোট মেঘ !
রাঙামাটি জেলা আওয়ামীলীগের যেকোন সম্মেলনই যেখানে গত দুই দশক ধরেই সাধারন সম্পাদক পদেই লড়াই সীমাবদ্ধ,সেখানে খোদ সভাপতি পদে চ্যালেঞ্জ যেনো সব এলোমেলো করে দিয়েছে এক দমকা হাওয়ায় ! নিখিলের ঘোষণার পর পরিস্থিতি অনেকটা ঠিক ঝড়ের পূর্বের জনপদের মতই! এলোমেলো প্রস্তুতি,অগোছালো ভাবনা আর বৈরি গুমোট হাওয়া ! অথচ সর্বত্রই অবিশ^ম্ভাবী ঝড়ের আলামত স্পষ্ট,কিন্তু ঠিক কি পরিণতি অপেক্ষা করছে তা নিয়ে যেনো দ্বিধায় পুরো জনপদ !
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১