বেতন-ভাতার দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১১টা থেকে এই অবরোধ কর্মসূচি চলছে। মিলের সিবিএসহ তিনটি শ্রমিক সংগঠনের ডাকে এই অবরোধ চলছে। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে কর্মজীবিদের বেতন বন্ধ রয়েছে।
কেপিএম সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুর রাজ্জাক ও আনোয়ার হোসেন বাচ্চু জানান, পে- স্কেল বাস্তবায়নের প্রায় ৪ বছর পর মজুরী স্কেল ঘোষনা করা হয়। সে অনুযায়ী কেপিএমের শ্রমিকদের সকল হিসাব-নিকাশ করা হয়। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নতুন স্কেলে বেতন দেওয়ার জন্য শ্রমিক প্রতিনিধিরা ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলেন চলতি মাসের প্রথম দিকে।
তারা জানান, তখন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নতুন স্কেলে বেতন নিতে হলে কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানালে শ্রমিক প্রতিনিধিরা তা মেনে চলে আসেন। কিন্তু মঙ্গলবার শ্রমিক নেতৃবৃন্দ জানতে পারেন পুরাতন স্কেলেই বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে। তখনই মিলের শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ), নন- সিবিএ ওয়ার্কাস ইউনিয়ন ও এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ যৌথ ভাবে অবরোধ শুরু করেন।
এসময় ৩/৪ শ’ শ্রমিক, কর্মচারী কেপিএম মেইন অফিসে উঠে এমডি অফিস ঘেরাও করে এমডি ড. এম এম এ কাদেরকে অবরুদ্ধ করে রাখেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।
এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, ‘এমডি প্রধানমন্ত্রীর নির্দেশ পর্যন্ত অমান্য করেছে। প্রধানমন্ত্রী গত বছরের ডিসেম্বর মাসের বেতন ২৫ ডিসেম্বরের ২০১৮ তারিখের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি তা দেননি।’