‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে আয়কর মেলা-২০১৭ শুরু হতে যাচ্ছে। কর অঞ্চল-৩ চট্টগ্রামের উদ্যোগে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র মিলনায়তনে চার দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও রাঙামাটি চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মো. বেলায়েত হোসেন ভূঁইয়া।
মেলায় ই-টিন প্রদান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, আয়কর রিটার্ন গ্রহণ ও আয়কর সংক্রান্ত সেবা পরামর্শ প্রদান করা হবে।