নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ২নং নানিয়াচর সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা মঙ্গলবার এক বিবৃতিতে সন্ত্রাসী নব্য মুখোশ বাহিনী অনাদী রঞ্জন চাকমা নামে একজন প্রাক্তন ইউপি মেম্বারকে গুলি চালিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টার দিকে রাঙামাটির নানিয়াচর উপজেলার তৈচাকমা দজর পাড়া এলাকায় (১৮ মাইল) ৬-৭ জন নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসী অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি সকালের খাবার খাচ্ছিলেন। হামলার পর অন্য এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। অনাদী রঞ্জন চাকমার বাড়ি নানিয়াচরের চিরঞ্জীব দজর পাড়া। নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গত ১৫ নভেম্বর নানিয়াচর আসার পর থেকে তিনি তাদের ভয়ে পালিয়েছিলেন।’
প্রতিরোধ কমিটির নেতা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নানিয়াচরে আসার পর থেকে দিন দুপুরে বিভিন্ন গ্রামে ও থানা সদরে সশস্ত্র মহড়া, অপহরণ, লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা দাবি করলেও, প্রশাসন নীরব রয়েছে। প্রশাসনের এই ভূমিকার কারণে দুর্বৃত্তরা এখন নিরীহ লোকজন খুন করার সাহস পাচ্ছে।’
প্রতিবাদ: সড়ক ও নৌপথ অবরোধ
নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি অনাদী রঞ্জন চাকমা হত্যার প্রতিবাদে নানিয়াচরে প্রতিবাদ সমাবেশ ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ করা হবে বলে উক্ত নেতা জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
কেন?
কেন?
Kazi Yeasin Belal এই শুক্রুবার আর কাপ্তাইর মুখ দেখতে হইবোনা!
Hamidul Mamun