৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট মৌলভীবাজার স্টেডিয়ামে রাঙামাটি ও কক্সবাজারের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। উভয় দলকে ১টি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।
সোমবার সকাল নয়টায় টায়ার-২ এর মৌলভীবাজার ভেন্যুর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ তোফায়েল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রিকেট উপ-পরিষদের আহবায়ক আশরাফুর রহমান, ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব নাহিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ মোঃ রাসেল।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম তার বক্তব্যে রাঙামাটি জেলা ও কক্সবাজার জেলা দলসহ বাকী দুইটি দলকে এতদূর থেকে খেলতে আসায় কৃতজ্ঞতা জানান। তিনি ক্রিকেটকে এগিয়ে নিতে বর্তমান সরকারের আন্তরিকতা ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্রিকেট স্পিরিট বজায় রেখে প্রতিযোগিতাকে সুন্দরভাবে শেষ করার সহযোগিতা করার আশাবাদ ব্যাক্ত করেন।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে থেমে বৃষ্টি হওয়ায় এবং মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুপুর একটায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন। রাঙামাটি ও কক্সবাজার দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেন। রাঙামাটির পরবর্তী খেলা ৩ নভেম্বর সুনামগঞ্জের সাথে।