বৃদ্ধার ঘর মেরামতে জোনের অনুদান

দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় হতদরিদ্র বৃদ্ধ মহিলার ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান দিয়েছে দীঘিনালা সেনা জোন। বুধবার সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ মেরুং ইউনিয়নের অনাথ আশ্রম এলাকার বাসিন্দা হালিমা বিবি (৯৫) কে নগদ অনুদান হিসেবে ৫’হাজার টাকা প্রদান করেন।
জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছে, পূর্বেও দীঘিনালা জোন সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, অসহায় ও স্বামী সন্তানহীন বৃদ্ধা হালিমা বিবি স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক দুঃখে কষ্টে এলাকায় লোকজনের সাহায্য সহযোগিতায় অতি মানবেতর জীবনযাপন করে আসছেন। তাঁর থাকার ঘরটিও অনেক জীর্নশীর্ণ এবং বসবাসের অযোগ্য। বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসলে দীঘিনালা জোন অসহায় ও হতদরিদ্র বৃদ্ধার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।