মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে গত ২১ মার্চ শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা, মূর্তিটি বৌদ্ধ সম্প্রদায়ের হাতে ফেরত দেওয়াসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মানববন্ধন পালন করেছে বৌদ্ধ ভিক্ষু সংঘ। শনিবার বিকেলে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি কলেজ সংলগ্ন ধর্মঘর এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বাংলাদেশ বুদ্ধ শাসন ভিক্ষু কল্যাণ পরিষদ, মানিকছড়ি ভিক্ষু সংঘ, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মং সার্কেল ভিক্ষু সংঘ, সংঘরাজ ভিক্ষু মহাসভা ও জ্যোতিসারা ভিক্ষু সংঘের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু সংঘের ভিক্ষু,ভান্তে ও মহাথেরোসহ প্রায় তিন শতাধিক বৌদ্ধ ধর্মালম্বী কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক(পালি) ড. জিনবোধি মহাথেরো, মানিকছড়ি উপজেলা ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক উসারা ভিক্ষু, উপজেলা মারমা ওয়েলফেয়ার নেত্রী এ্যানিং মারমা, মিতালী চৌধুরী।
বক্তারা বলেন, এই পার্বত্য অঞ্চলসহ এদেশে বিভিন্ন সময়ে পাওয়া প্রতœতাত্ত্বিক নির্দশনে প্রমাণিত বৌদ্ধরাই এদেশের আদি অধিবাসী। মূর্তি উদ্ধারের ঘটনায় দোষিদের আইনের আওতায় এনে মূর্তি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।