কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে শিলছড়ি বসবাসকারী মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্য ও দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ ছিলো তিনি। বাদ আছর বিকেল ৫টা ২০মিনিটে শিলছড়ি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এসময় কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন ও কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরীর উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কাপ্তাইয়ের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান। মৃত্যুকালে মুক্তিযোদ্ধার স্ত্রী, ৬মেয়ে ২ছেলে, বহু আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। জানাজা শেষে শিলছড়ি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।