কোভিড-১৯ আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর আশু রোগমুক্তি কামনা করেছেন তারই রাজনৈতিক সহযোদ্ধা ও রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে মরণঘাতি কোভিড-১৯ এর বিরুদ্ধে যে লড়াই করছে বীর বাহাদুর সেই লড়াইয়ের একজন বীর যোদ্ধা। তার করোনা আক্রান্ত হওয়ার খুবই বেদনাদায়ক। আমাদের বিশ্বাস,করোনাকে পরাজিত করবেন আওয়ামীলীগের এই পরীক্ষিত নেতা।
মুছা মাতব্বর বলেন-আমরা রাঙামাটি জেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে আমরা তার ও তার পরিবারের পাশে আছি। একই সাথে রাঙামাটি জেলা আওয়ামীলীগ তার আশু রোগমুক্তি কামনা করে আশাবাদ ব্যক্ত করছে যে,শীঘ্রই তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
প্রসঙ্গত, গত শনিবার রাতে বান্দরবানে নতুন করে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর। তাকে রবিবার সকালে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।