করোনাভাইরাস আপডেটবান্দরবানব্রেকিংলিড

বীর বাহাদুরের এপিএস,গৃহপরিচারিকা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী করোনা পজিটিভ

বান্দরবানে শনাক্ত বেড়ে ৫০

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর এপিএস খলিলুর রহমান’সহ ৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। মন্ত্রীর সংস্পর্শের আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার’রাতে বিষয়টি নিশ্চিত করো বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা।
আক্রান্তরা হলেন- পার্বত‍্য মন্ত্রীর ব্যক্তিগত সরকারী (এপিএস) মো: খলিলুর রহমান, মন্ত্রীর বাড়ির গৃহপরিচারিকা থোয়াই চু প্রু মারমা, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমা। অপরজন নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের পঁয়ত্রিশ বছরের নারী লায়লা বেগম।
স্বাস্থ্য বিভাগ জানায়, পার্বত্য মন্ত্রীর সঙ্গে গত ৩ জুন এপিএস’সহ তিন জনের নমুনা স্পেশাল ভাবে কক্সবাজার পাঠানো হয়েছিল। রোববার রাতে তাদেরও পজিটিভ রেজাল্ট এসেছে। তাদের মধ্যে গৃহপরিচারিকা সদর হাসপাতালের আইসোলেশনে আছেন তিনদিন ধরে। অন্যরা বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিল, তাদেরও আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। জেলায় এ নিয়ে সনাক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, মন্ত্রীর সংস্পর্শের আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অসুস্থ মন্ত্রীকে ঢাকায় নেয়ার সময় এবং তার কদিন আগে যারা মন্ত্রীর আশপাশে এসেছিলের তাদের সবাইকে আগামী ১৪ হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেয়া হয়েছে।  সংক্রমণ রোধে সকলকে সতর্ক হওয়ার আহবান জানাচ্ছি।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =

Back to top button