
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনদিনের সফরে তিনি শুক্রবার সকালে রাঙামাটি আসেন। বিকেলে তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে যান । হ্রদ-পাহাড়ের বুকে চিরশায়িত জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মাজারে পুস্তস্তবক অর্পন করেন তিনি। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বীরশ্রেষ্ঠের সমাধি ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় তাঁর সাথে সফর সঙ্গী ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, উপ-রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, সহকারি পরিচালক(অর্থ) মোঃ মাসুদুর রহমান, সহকারি পরিচালক (পরিকল্পনা) মোঃ আবদুল গফুর ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। শনিবার সকালেরাঙামাটি জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তিনি ঝগড়াবিলস্থবিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন করবেন। বিকেলে পর্যটন হলিডে কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত আবেদন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়ের পরিবর্তনের মধ্যে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি । সাথে সাথে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের আরও আন্তরিক ভাবে কাজ করার নির্দেশনা দিবেন এটাই চাওয়া ।
Iyt2i0d