শংকর হোড় ॥
‘জলাশয় ভরাট করে শিল্প গবেষণা ভবন’ শিরোনামে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) রাঙ্গামাটি উপকেন্দ্রে কাপ্তাই হ্রদে মাটি ভরাট করে ভবন নির্মাণের সংবাদ পাহাড় টোয়েন্টিফোর ডট কম- এ প্রকাশের পর রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিসিএসআইআরের জায়গা পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই নির্দেশনা দেন।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা বিসিএসআইআর রাঙামাটি কেন্দ্র পরিদর্শন করি। পরিদর্শন শেষে তাদেরকে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে বলেছি। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) রাঙ্গামাটি উপকেন্দ্রের কর্মচারী নূর ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেট এসে আপাতত কাজ বন্ধ রাখার কথা বলেছেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগের কথা বলে গেছেন। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
প্রসঙ্গত, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর) রাঙ্গামাটি উপকেন্দ্রে ২ একর জমিতে মানিকছড়ি থেকে একটি ব্যক্তিমালিকাধীন পাহাড় কেটে এনে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। যার বেশিরভাগ জায়গায় কাপ্তাই হ্রদের ওপর পড়েছে। জায়গাটি বছরের ছয় মাস পানিতে ডুবে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর।