
‘যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিলাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ. লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ. লীগ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুণ বিকাশ চাকমা, বাংলাদেশ আ. লীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক এস এম সাহীদুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বাংলাদেশ আ. যুবলীগ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতি ছিলেন বাংলাদেশ আ. যুবলীগ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি অংশে প্রু মার্মা (বেলাল)।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ আ. যুবলীগের উপজেলা নেতৃবৃন্দসহ উপজেলা মহিলা আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।