বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়ি বাজারে বিশেষ অভিযান চালিয়ে মো. তাজউদ্দিন(৩৭) নামে এক চোরকে আটক করা হয়েছে। সে সিলেট জেলার বিশ^নাথ থানার মৃত মফিজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিলাইছড়ি বাজারের সবজি বিক্রেতা বলি চাকমার পকেট থেকে টাকা চুরি করে। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারলে বাজারে অভিযান চালিয়ে নিজামের হোটেলের সামনে থেকে চোর তাজ উদ্দিনকে আটক করে পুলিশ। এসময় তার পকেট থেকে সবজি বিক্রেতার চুরি যাওয়া ৪,৯১৭টাকা এবং বলি চাকমা ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। ইতোপূর্বে সে খাগড়াছড়ি সদর থানা এলাকায় বিদ্যুৎ আইনে চুরি সংক্রান্ত কাজে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর মোহাম্মদ আলমগীর জানান, ধৃত চোরের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় নগদ টাকা চুরির অভিযোগে মামলা করা হয়। মামলা নং- ২ তাং ২৭/৭/২০২২। উক্ত মামলায় তাকে গ্রেফতার করে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতে সোপর্দ করা হয়।