বিলাইছড়ি প্রতিনিধি ॥
১লা জানুয়ারী ২০২২ শিক্ষাবর্ষে রাঙামাটির বিলাইছড়ি বিদ্যালয়সমূহে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষাবর্ষের প্রথম দিনে, শিক্ষার্থীদের জনে, জনে, বই নিবে খুশি মনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এ বই বিতরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়।
দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এদিকে বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
একই ধারাবাহিকতায় অন্য বিদ্যালয়সমূহে বিভিন্ন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন বই বিতরণ ও বই উৎসব পালন করেন।
বিলাইছড়িতে প্রাথমিক ও মাধ্যমিকসহ মোট ৫৯টি বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ উৎসব পালন করা হয়।