বিলাইছড়ি প্রতিনিধি
কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সারা দেশের সাথে বিলাইছড়িতে শুরু হয়েছে করোনার গণটিকা প্রদান কার্যক্রম। শনিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনটি বুথে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও পৃথক পৃথকভাবে কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নে এ টিকা প্রদান কার্যক্রম চলছে।
জানা গেছে, শনিবার এক দিনে উপজেলার তিনটি ইউনিয়নে (বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া) মোট ১ হাজার ৮শ’ জনকে করোনা টিকা প্রদানের টার্গেট রয়েছে। ৪নং বড়থলি ইউনিয়ন দুর্গম হওয়ায় ওই ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম হাতে নেয়া হয়নি।