রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বেকার যুবক-যুবতীদের নিয়ে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ আয়োজিত আইসিটি প্রশিক্ষণ শেষ হয়েছে। রোববার বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ ভবনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। সভাপতি ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও আইসিটি প্রকল্পের সভাপতি জ্যোতিময় চাকমা। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা ও ৭নং ওয়ার্ড সদস্য অমৃত কান্তি তঞ্চঙ্গ্যা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আইসিটি প্রশিক্ষণ সমাপ্তির সনদসহ প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হয়।
উল্লেখ্য, এলজিএসপি’র অর্থায়নে বিগত ২৭ জুন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১০ দিনের এ আইসিটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।