নানা কর্মসূচির মধ্যদিয়ে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ (সোমবার) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দীঘলছড়ি স্টেডিয়ামে সকাল ৮টায় সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিলাইছড়ি থানাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়ানুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে সন্ধ্যায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবস উদযাপন পরিসমাপ্তি ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যামা চাকমা এবং থানা অফিসার ইনচার্জ আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি’র উপজেলা নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।