বিলাইছড়ি প্রতিনিধি ॥
উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আ.লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ, স্কুল শিক্ষক, আ.লীগের বিভিন্নস্তর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।