‘নারীরা আজ অগ্রসর, চাই সমতা জীবন ভর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও ‘বেগম রোকেয়া দিবস’ উদ্যাপন করেছে উপজেলা মহিলা সংস্থা। একই সাথে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও ‘বেগম রোকেয়া দিবস’ উদ্যাপন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। জাতীয় মহিলা সংস্থার পক্ষ হতে সকালে উপজেলায় একটি র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়। এরপর বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রূপম চাকমা।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে ও বাঙ্গালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী পরিয়াল।