‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ ২০১৮ পালিত হয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ‘ইউএনএফপিএ’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহায়তায় দিবসটি উদযাপন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দিবসটি উপলক্ষে উপজেলায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমরজীব চাকমা ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (নন-ক্লিনিক) শশী লাল চাকমা।
আলোচনা শেষে উপজেলায় সক্রিয় ও দায়িত্ববান পরিবার কল্যাণ সহকারীদের বিশেষ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।