রাঙামাটির স্থানীয় এনজিও সংস্থা জুম ফাউন্ডেশন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে বাৎসরিক নিউট্রিশন কর্মসূচি মূল্যায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। বুধবার ‘লিডারশীপ টু এনসিউর এডেকুয়েট নিউট্রিশন (লীন)’ প্রকল্পের অধীনে বাস্তবায়িত কর্মসূচির এ কর্মশালা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। কর্মশালা পরিচালনা ও মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন, লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক শুভ্র প্রদীপ খীসা।
কর্মশালায় পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সদস্য উপজেলা কৃষিকর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ অন্যান্য সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহায়তায় ছিলেন, প্রকল্পের মার্কেট একসেস এন্ড কমিউনিটি মোবিলাইজার নন্দন দেওয়ান প্রমুখ।