বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের ট্রাফিক নিয়ম-কানুন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উপজেলা পরিষদের আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে গত বুধবার প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।