রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বুধবার বিলাইছড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণশুনানির আয়োজন করেছে। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, নারী ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান-কার্বারি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে এলাকার যোগাযোগ ও যানবাহন, সরকারি দপ্তরের কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি, পাড়ার কার্বারীদের ভাতার অপ্রাপ্যতা ও বিদ্যুৎ সমস্যা নিয়ে বক্তারা তুলে ধরেন।