বিলাইছড়িতে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে তিনদিনের ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে মেলা উদ্বোধনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইউএনও আসিফ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যামা চাকমা, উপজেলা আ. লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী।