রাঙামাটি
বিলাইছড়িতে করোনায় সাবেক মহিলা মেম্বারের মৃত্যু

পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ।।
রাঙামাটির বিলাইছড়িতে করোনায় বেবী তালুকদার(৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মেম্বার ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা জানান, বেবী তালুকদার কোভিড-১৯ পজিটিভ ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মারা যান। এসময় তিনি বলেন, বিলাইছড়িতে কোভিড সচেতনতা বাড়াতে না পারলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে।