বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়িতে কচুরিপানার কারণে যোগাযোগের একমাত্র মাধ্যম জলপথের নৌযান চলাচলে ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে কচুরিপানা অপসারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় শনিবার এ কচুরিপানা অপসারণ অভিযান শুরু হয়।
রাঙামাটি পার্বত্য জেলা সদরসহ শহরাঞ্চলে যোগাযোগের বিলাইছড়ির একমাত্র উপায় হল নৌ-পথ। কিন্তু কচুরিপানার জটে প্রায় প্রতিবছর যানবাহন তথা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রতি বছরের ন্যায় এ বছর কচুরিপানার জট সৃষ্টি হয়েছে। তাই একমাত্র উপায় হিসেবে কচুরিপানা অপসারণের এ কর্মসূচি হাতে নেয় উপজেলা পরিষদ ও প্রশাসন।
১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান জানান, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের ১৬০ জন লোক কচুরিপানা অপসারণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।