
সদ্য সমাপ্ত বিসিবির হান্টিং প্রোগ্রাম ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা ক্রিকেট দলের ইমাম হোসেন (কালু) নৈপুন্য প্রদর্শন করে চট্রগ্রাম বিভাগীয় ক্রিকেটকে দলের প্রাথমিক সিলেকশন ক্যাম্পে ডাক পেয়েছেন। এ ক্যাম্প ৪ দিন ধরে অনুষ্ঠিত হবে।এরপর ক্যাম্প শেষে চট্রগ্রাম বিভাগীয় চুড়ান্ত ক্রিকেট দল গঠিত হবে। ইমাম হোসেন (কালু) রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর নিয়মিত ছাত্র। তার চট্টগ্রাম বিভাগীয় দলের সিলেকশন ক্যাম্পে ডাক পাওয়া নিয়ে রাঙামাটি জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল ও কনফিডেন্স ক্রিকেট একাডেমীর হেড কোচ নাছির উদ্দিন সোহেল বলেন,ছেলেটা ভীষন দরিদ্র ঘরের সন্তান।তার আর্থিক অনটনের কারনে পড়ালেখা বন্ধ হয়ে গেছে তারপরও ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আগ্রহের কারনে ও আমার সহকারী কোচ ইলিয়াছ লেথাম তাকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে খেলায় রেখেছি। সে মেধাবী ক্রিকেটার সকলের সহযোগিতা পেলে অনেকদূর যাবে। আগামী ২৭ জানুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মহিলা কমপ্লেক্সে তার রিপোর্টিং। ইমাম হোসেন (কালু) সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন এবং জেলা কোচ মহিতোষ দেওয়ানসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।