মরণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ পালিতে হচ্ছে দেশজুড়ে। উদ্ভূত সংকট মোকাবেলায় বিপাকে পড়া ঘরবন্দি দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ির ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুইমারা সেনারিজিয়ন ও ২৪ আর্টিলারী ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাটিরাঙ্গার দুর্গম জনপদের দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রী প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
খাদ্যসামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর কৌশিক জাহান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও ক্যাপ্টেন আইনুন নিশাতসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, সেনাবাহিনী নিজেদের রেশন বাঁচিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করছে। সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।