বিদেশের মাটিতে দেশের পতাকা

ভিন দেশ ভিন দেশের মাটি আর নিজ দেশের স্বাধীনতা দিবস। ৪৭তম স্বাধীনতা দিবস।২৫ মার্চের কালরাত্রি পেরিয়ে সূচনা যে স্বাধীনতা দিবসের বুকের মাঝে ঝড় তোলা যে নাম নাম বাংলাদেশ আজ সে দেশের পতাকা উড়লো প্রতিবেশী দেশের মাটিতে।স্বাধীনতার উৎসবের আমেজে।বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিম গত দুদিন ধরে অবস্থান করছে ভারতের দিল্লীতে।পার্ক প্লাজা হোটেলে অবস্থানকৃত ১০০জনের এই দলটি আজ সকালে প্রথমে জাতীয় সংগীত এবং তারপর কেক কেটে নিজেদের স্বাধীনতা দিবসের প্রথম প্রহর শুরু করেন।আর এই পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন ভারতীয় হাই কমিশন বাংলাদেশের পক্ষে রাজেশ উইকে।তিনি বাংলাদেশ এবং ইয়ুথ ডেলিগেশিন টিমকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। বিদেশের মাটিতে স্বাধীনতা দিবস জাতীয় সংগীত লাল সবুজের কলতান।এ এক ভিন্ন আমেজ ভিন্ন ভালো লাগা।এই দলটি আজ ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাথেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে এই দলটি ভারতের দুটো ইন্সটিটিউট শিক্ষার্থীদের সাথেও দেখা করবেন।এবং নিজেদের মধ্যে সাংস্কৃতিক ভাব বিনিময় করবেন। জয় বাংলা
জয় বাংলা