রাঙামাটিতে দীর্ঘদিন কর্তব্যরত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ’কে বিদায় শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটি জেলা পুলিশ।
বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ অফিসার্স মেসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ রুহুল আমিন ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, ডিআইও (১) পারভেজ আলী, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নীতিবিকাশ দত্ত, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়া, পুলিশ পরিদর্শক রঞ্জন কুমার সামন্তসহ জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, মোঃ শহিদ উল্লাহ রাঙামাটি পার্বত্য জেলা হতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ, পশ্চিমাঞ্চল, বগুড়াতে বদলী হয়েছেন। তিনি রাঙামাটিতে কর্মরত থাকাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় অবদান রাখার মাধ্যমে রাঙামাটিবাসির কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
4 Comments
স্যার খুব ভালো মনের মানুষ ছিলো
এ এস পি,,,,,, না ,,,,,, অতিরিক্ত পুলিশ সুপার
খুবই অসাধারন একজন সৎ পুলিশ অফিসারকে আমরা রাঙ্গামাটি বাসি হারালাম,,স্যার যেখানেই থাকুন পরিবার পরিজন নিয়ে ভাল ও সুস্হ্ থাকুন,,,,আপনাকে জানাই শশ্রদ্ধ সালাম
একজন দক্ষ ও সৎ পুলিশ অফিসার। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।