পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মতো রম্য বিতর্ক আয়োজন করে বিতার্কিকদের নান্দনিক উপস্থাপনা আর মনোমুগ্ধকর আয়োজন প্রাণ ছড়িয়েছে মঙ্গলবার বিকালে পার্বত্য শহর রাঙামাটিতে।
পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে রাঙামাটিতে ১ম বারেরমত রম্য ও বারোয়ারি বিতর্ক শহরের রেইনবো রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে রাঙামাটি শহরের উদীয়মান বিতার্কিকরা,যারা সকলেই পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর সদস্য।
রম্য বিতর্কে অংশগ্রহন করে বির্তাকিক রায়হান সাইদ,অভিষেক বৈদ্য,পূর্ণিমা তালুকদার, রাবেয়া ইবন আশা, জিয়াদ আবরার এবং বারোয়ারি বিতর্কে অংশগ্রহন করে অর্ক খাস্তগীর,তৈয়ব রাফিদ,আদনান মুবারক আহাদ। আবৃত্তি পরিবেশন করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন’র সংগঠক তুষার ধর ও সদস্য চৈতি ঘোষ।
জমজমাট বিতর্ক শেষে রম্য বিতর্কে চ্যাম্পিয়ান হয় রাঙামাটি সরকারি কলেজের জিয়াদ আবরার এবং বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ান হয় রাঙামাটি পাবলিক কলেজের অর্ক খাস্তগীর। এতে বিচারকের দায়িত্ব পালন করেন রাঙামাটির সাবেক তিন কৃতি বিতার্কিক হেফাজত উল বারি সবুজ,ফিরোজ আল মাহমুদ এবং ইসরাত জাহান। এতে আরো অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক বিতার্কিক বিপ্লব তালুকদার এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী। বিতর্ক শেষে বিতার্কিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানের ফাকেঁ ফাকেঁ চলতে থাকে বিতার্কিকদের বির্তক আড্ডা ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত থাকা বাকি সদস্যরা নিজেদের অভিমত ও অনুভূতি প্রকাশ করেন। বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজের প্রতিনিধি মাসুদ রানা হৃদয়। বিতর্ক ও পুরষ্কার বিতরণ শেষে সকল বিতার্কিরা ইফতার আয়োজনে অংশ নেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন’র অন্যতম সংগঠক তুষার ধর।