
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনীর অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে এ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
উদ্বোধনী পর্বের শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মহান বিজয় শুধু বাংলার জনপদকে বিজয় করেনি সাথে সারা বিশে^র মাঝে এই জনপদের মানুষকে একটি নতুন নামে পরিচিত করে দিয়েছে। মহান বিজয় ছিনিয়ে আনতে বাংলা মায়ের সূর্য্য সন্তানদেরকে জীবন আত্মত্যাগ দিতে হয়েছিলো। তাই তিনি এ আত্মত্যাগের সঠিক ইতিহাস অধ্যায়ন সহ সে সকল শহীদদের মত দেশপ্রেমিক হয়ে নিজের জীবন গড়ে তুলার আহ্বান জানান সকলকে।
পরে শিক্ষা প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনী একে একে কুচকাওয়াজ’র মধ্য দিয়ে অতিক্রম করে অতিথি মঞ্চ। এসময় অতিথি মঞ্চ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সালাম গ্রহন করেন। পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া এ কুচকাওয়াজ মুগ্ধ করে চার পাশের দর্শক সারিতে বসা হাজারো মানুষের মনকে।
কুচকাওয়াজ শেষে ডিসপ্লে প্রদর্শণী অনুষ্ঠিত হয়। বাংলার লোক সাতিহ্য ঐতিহ্যসহ গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্ঠা করেন ডিসপ্লেতে অংশগ্রহন করা শিক্ষা প্রতিষ্ঠান গুলো। এছাড়াও আত্ম রক্ষার কৌশল নিয়ে ডিসপ্লেতে অংশগ্রহন করে ফুরমন ক্যরাটে এসোসিয়েশন।
ডিসপ্লেতে দুইটি বিভাগে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রাথমিক বিভাগে অংশগ্রহন করে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান। তাদের মধ্যে ১ম স্থান অধিকার করে মনোঘর প্রি-ক্যাডেট স্কুল এবং ২য় স্থান অধিকার করে বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক বিভাগে ১ম স্থান অধিকার করে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে সরকারি শিশু পরিবার এবং ৩য় স্থান অধিকার করে শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়।
এদিকে অনুষ্ঠিত হওয়া কুচকাওয়াজে প্রাথমিক বিভাগে ১ম স্থান অধিকার করে ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে তৈয়বিয়া আইডিয়েল স্কুল এবং ৩য় স্থান অধিকার করে কাঁটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক বিভাগে ১ম স্থান অধিকার করে রাঙামাটি সরকারি শিশু পরিবার, ২য় স্থান অধিকার করে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করে মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়।
পরে বিজয়ী ও অংশগ্রহন করা সকল প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ তাদের সহধর্মিণীরা।