খাগড়াছড়িব্রেকিং

‘বিজ্ঞানমনস্ক জাতি গড়তেই বিজ্ঞান মেলা’

পানছড়ি প্রতিনিধি
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আয়োজিত বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। পরিষদ অডিটোরিয়ামে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এবারের মেলার স্লোগান ছিলো- ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা- একসূত্রে গাঁথা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজের সভাপতিত্বে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এতে আরও ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা।

উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রকল্প প্রদর্শনী মূল্যায়নে সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে প্রথম হয়েছে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ। দ্বিতীয় স্থান লাভ করেছে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইসমাইল হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাইফুল ইসলাম।

জুনিয়র গ্রুটে প্রথম ও দ্বিতীয় হয়েছে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অনিক চাকমা, প্রতিভা চাকমা এবং পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সপ্তর্ষি চাকমা।বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়।

মেলার সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতেই এই বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের আয়োজন। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Back to top button