সৈকত বাবু ॥
বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে আলোচনা সভায় তিনি একথা বলেন।
দীপংকর তালুকদার আরো বলেন, অনেক সময় আওয়ামীলীগকে বাদ দিয়ে অসাম্প্রদায়িকতার সেমিনার করা হয়। আওয়ামীলীগকে বাদ দিয়ে কেউ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবে না এটি সম্ভব নয় কারণ অসাম্প্রদায়িক চর্চা আওয়ামী লীগই করে। মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে এই নীল নকশা কখনও বাস্তবায়ন করতে দেয়া হবে না।
বৃহস্পতিবার বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক দীপংকর তালুকদার এমপি। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব সুনীল কান্তি দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের ছাত্র অর্ণব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদুজ্জান পাপ্পু, রাঙামাটি সরকারি কলেজের ছাত্র মুরাদ হাসান, জেলা ছাত্রলীদের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, এডভোকেট মামুন ভুঁইয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমান,আবুল কাশেম, কৃষক লীগ নেতা জাহিদ আক্তার, শ্রমিক লীগ নেতা শামছুল আলম, ওয়ান বাংলাদেশ রাঙামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া, কমিউনিস্ট পার্টির রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।