জিয়াউল জিয়া
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবলীগ। শনিবার সকালে শহেরর পৌর চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হ্যাপির মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু মুছা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। ইতিমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের উপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। তাদের সব ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবেলা করবো।
জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শহীদুল আলম স্বপন বলেন, সহিংসতা সৃষ্টিকারীদের জবাব রাজপথেই দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি পরিকল্পিতভাবে সহিংসতা করছে। সন্ত্রাসী কর্মকান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে রাজপথে প্রতিহত করা হবে।