নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে নিম্ন আয়ের ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার বিকালে গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের দুর্গম উলুছড়িসহ ভেদভেদী, স্বর্ণটিলা এলাকায় এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বোরহান উদ্দিন মিঠু, জেলা রোভার স্কাউট সম্পাদক আবছার আলী, স্থানীয় পাড়াকার্বারিসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরকার পাহাড়ের মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। আমরা সেগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছেদিলাম। যেহেতু রাঙামাটিতে দ্রুত সংক্রমণ বাড়ছে, তাই আমরা জনসমাগম না করে এবং ঝুঁকি এড়াতে বাড়ি-বাড়ি গিয়ে কম্বল দিচ্ছি; যাতে নিম্ন আয়ের মানুষ শীতে কষ্ট না পান। আজ (সোমবার) আরও কম্বল বিতরণ করার ইচ্ছা ছিলো; তবে বৃষ্টির কারণে বন্ধ রেখেছি। আমরা দুই একদিনের মধ্যে আবারও বাসায় বাসায় গিয়ে সাধারণ মানুষের হাতে এই কম্বল পৌঁছিয়ে দিব।
কম্বল পেয়ে খুশি দিপিকা চাকমা বলেন, আমরা শীতে কষ্ট পাচ্ছিলাম। তার ওপর আজ বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম রাতে কষ্ট করতে হবে। কিন্তু স্যার আমাদের জন্য নিজে এত দূর পথ হেটে কম্বল নিয়ে এসেছেন এটা আমরা ভাবতেও পারিনি। আমি অনেক খুশি হয়েছি। সরকার ও স্যারকে ধন্যবাদ।
আরেক বাসিন্দা অনিল চাকমা বলেন, আমাদের এলাকায় এই বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসক মহোদয় এসে সাধারণ মানুষকে কম্বল দিলেন, এতে কতটা আনন্দিত হয়েছি তা বলতে পারব না। তবে কম্বলগুলো আমাদের অনেক কাজে লাগবে। শীতে আমার সন্তানরা আর কষ্ট পাবে না।