রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে বিএনপির মানববন্ধন কর্মসূচী পুলিশি বাধায় পন্ড হয়েছে। এসময় যুবদল নেতা মোহাম্মদ শফি’সহ ২ জনকে অাটক করেছে পুলিশ। অাজ শুক্রবার সকালে সাড়ে দশটায় বান্দরবান বাজােরের দুই নাম্বার গলিতে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক সো: ওসমান গনি’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, যুবদলের সদস্য সচিব শাজাদাত হোসেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অালী হায়দার বাবলু’সহ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে অনুমতি ব্যতিত মানববন্ধন কর্মসূচীতে পুলিশ বাধা দেয়ায় মানববন্ধন পন্ড হয়ে যায়। পুলিশের ধাওয়া এবং লাঠিচার্জে নেতাকর্মীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনপির অনুমতি ব্যতিত কর্মসূচী করতে দেয়া হয়নি। গুরুত্বপূর্ন সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিএনপির শান্তিপ্রিয় কমর্সূচীতে পুলিশ বাধা দিয়েছেন। পুলিশি বাধায় কর্মসূচী করতে পারিনি।
1 Comment
Moon tomi ki vojon rosik?Chola aso rangamati mojar mojar item ranna kora khawabo